শিক্ষাঙ্গন

কুবিতে আইকিউএসি'র ফি-চার্জ পেমেন্ট গেটওয়ে বিষয়ক কর্মশালা

কুবিতে আইকিউএসি'র ফি-চার্জ পেমেন্ট গেটওয়ে বিষয়ক কর্মশালা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৪৩

শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং অনলাইনে ফি আদায়ে কার্যক্রম সহজতর করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ফি/চার্জ আদায় সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, “আমি যোগদানের পর থেকেই শিক্ষার্থীরা পেমেন্ট নিয়ে সমস্যা জানাচ্ছিলেন। তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা সোনালী ব্যাংকের সাথে একটি চুক্তি করেছি। চুক্তি অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে ফরম ফিলাপ থেকে শুরু করে এডমিশন পর্যন্ত সবকিছু সফটওয়্যারের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে। এখানে ডেটা ও তথ্য খুব গুরুত্বের সাথে রক্ষা করা হবে এবং যারা এই কার্যক্রম পরিচালনা করবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।” আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল আরও বলেন, “১৯টি বিভাগের শিক্ষার্থীরা তাদের মধ্যে বিভিন্ন ভোগান্তির কথা আমাদের জানিয়েছেন। সেমিস্টার পরীক্ষার জন্য ফরম পূরণ করতে গিয়ে তারা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।” এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।