চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে ১৭ বছর বয়সী কিশোর সাইরুল ইসলাম নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পিরান খাড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
সাইরুল ইসলাম নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফুলবাড়ী মারকৈল এলাকার মৃত আমিরুলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. সাবের আহমেদ জানান, সাইরুল গরু চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।
নাচোল থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
মতামত