সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি মো. শামছুর রহমান শিশির এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রেসক্লাব সভাপতি বিমল কুন্ডু বলেন, "প্রেসক্লাবের ৪০ বছরের ইতিহাসে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন সংবর্ধনা এর আগে কখনোই প্রদান করা হয়নি। এটি একটি নতুন দৃষ্টান্ত।" তিনি উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমান বলেন, "তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি। আমরা শাহজাদপুরে মাদক ব্যবসা বা অন্যায়-অনিয়ম বরদাশত করবো না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক, বায়তুলমাল মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. আমিনুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
পরে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ।
মতামত