সারাদেশ

স্বাস্থ্য গবেষণায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত কেন্দুয়ার ৮ম শ্রেণির শিক্ষার্থী

স্বাস্থ্য গবেষণায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত কেন্দুয়ার ৮ম শ্রেণির শিক্ষার্থী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:০৫

‘চিন্তার চাষ’ গবেষণামূলক কার্যক্রমের আওতায় আয়োজিত ৯ম ক্ষুদে গবেষক সম্মেলনে স্বাস্থ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে নির্বাচিত হয়েছে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার অধরা। সম্মেলনটি অনুষ্ঠিত হয় শনিবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। স্বোপার্জিতা হক তালুকদার অধরা কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমদাদুল হক তালুকদারের একমাত্র কন্যা। তাঁর গবেষণা স্বাস্থ্য বিষয়ক ছিল এবং এই খুদে গবেষক সম্মেলনে সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষকের স্বীকৃতি পেয়েছে। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অধরা এর আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল ও সুইডেনের স্টকহোমসহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা অত্যন্ত গর্বিত। অধরার বাবা, মো. ইমদাদুল হক তালুকদার বলেন, "আমার মেয়ে গবেষণায় অত্যন্ত আগ্রহী এবং তার এই অর্জন আমাদের গর্বিত করেছে। প্রত্যেক পিতা তার সন্তানের সাফল্যেই প্রকৃত আনন্দ খুঁজে পান।" সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। চিন্তার চাষ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।