সারাদেশ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:০৪

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ রবিবার (৬ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় মিলিত হন। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ। সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। মানবতার কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি সাংবাদিক কল্যাণ সংস্থার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ডি এম কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ তুহিন হোসেন, মীর আবু বকর, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, মোঃ মুজাহিদুল ইসলাম, আলী হোসেন, আমিরুল হোসেন ও মাসুম বিল্লাহ প্রমুখ।