শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী অপরাধ তদন্তে উন্মুক্ত বিজ্ঞপ্তি, তথ্য জমা দেওয়ার আহ্বান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী অপরাধ তদন্তে উন্মুক্ত বিজ্ঞপ্তি, তথ্য জমা দেওয়ার আহ্বান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গঠিত তদন্ত কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে উন্মুক্ত বিজ্ঞপ্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের কাছ থেকে এসব ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য ও প্রমাণ আহ্বান করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) তদন্ত কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক সরকারের বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা সংঘটিত অপরাধের সঠিক তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে সহায়তার জন্য সংশ্লিষ্ট ঘটনা বা অপরাধের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার বলেন, "ছাত্র-জনতার আন্দোলনে যারা অপরাধ করেছে, তাদের সঠিক বিচারের আওতায় আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত কাজে সহযোগিতার জন্য যাদের কাছে প্রমাণ রয়েছে, তাদের দ্রুত তদন্ত কমিটির কাছে তথ্য জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।"