৮২৩ বছরের পুরনো মুঘল আমলের মসজিদে একসঙ্গে নামাজ আদায় ১৭ জন মুসুল্লি

৮২৩ বছরের পুরনো মুঘল আমলের মসজিদে একসঙ্গে নামাজ আদায় ১৭ জন মুসুল্লি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৩৪

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোফাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি ৮২৩ বছরের পুরনো মসজিদ ইসলামি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক হিসেবে পরিচিত। ‘হারুলিয়া পুরাতন মসজিদ’ নামে পরিচিত এই মসজিদটি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির স্নেহধন্য শাইখ মুহাম্মদ ইয়ার দ্বারা ১২০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মসজিদটির ভিতরে ফার্সিতে লেখা শিলালিপিতে শাইখ মুহাম্মদ ইয়ারের নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ রয়েছে। এটি সাত শতাংশ জমির উপর নির্মিত, এবং এর চারটি পিলারের উপরে সুন্দর গম্বুজের কারুকাজ করা আছে। মসজিদটির নির্মাণশৈলী পোড়ামাটি, চুন, চিনি, চিটাগুড়, এবং রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। মসজিদটির সামনে বিশাল জালিয়ার হাওর, যা মুঘল আমলের মানুষের ইবাদতের স্মৃতিচিহ্ন বহন করে। যদিও মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় কয়েকবার সংস্কার করা হয়েছে, তবে মূল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে। ভেতরে ১৭ জন মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সামনের অংশে একটি পাকা বেডিং নির্মাণ করা হয়েছে, যা এখন আরও বেশি মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়। মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ জানান, ফার্সিতে লেখা প্রতিষ্ঠাতা শিলালিপি চুরি হয়ে গেলেও মসজিদটির ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে। তবে সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি।