সাতক্ষীরা সিটি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সকাল ১০টায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করেন। এসময় মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কলেজের প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বিগত সময়ের চ্যালেঞ্জগুলোর সমাধান করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা হবে।
অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলোসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পূর্বের অধ্যক্ষ সিহাব উদ্দিনের অনুপস্থিতি এবং দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ মনিরুজ্জামান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন।
মতামত