ঢাকার সদরঘাট থেকে অপহৃত ১ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষার (৮) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে র্যাব-২ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানিক দল মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহরণের ঘটনায় জড়িত বাদল হাওলাদার ওরফে হৃদয় (৩০) এর গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় নূরকে অপহরণ করা হয়। শিশুটির মায়ের সঙ্গে হৃদয়ের পূর্ব পরিচয় ছিল এবং সেই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি অপহরণ করেন। পরে শিশুটির পরিবার থানায় সাধারণ ডায়রি (জিডি) ও মামলা করে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে এবং শিশুটির মাকে প্রাণনাশের হুমকি দেয়। পরিবারের পক্ষ থেকে র্যাবের কাছে লিখিত আবেদনের ভিত্তিতে যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, শিশুটিকে মুক্তিপণ আদায়ের জন্য শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে।
মতামত