সারাদেশ

সালথায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

সালথায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, বিকাল ৫:২০

জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সরকার ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— "জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন"। দিবসটি উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, এবং সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসারসহ আরও অনেকে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।