২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে এক বিএনপি কর্মীকে গুম করার অভিযোগে দেবীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন গুম হওয়া বিএনপি কর্মী আরিফুল ইসলামের মা মোসাঃ শরিফন খাতুন। মামলার অপর আসামিরা হলেন দেবীনগর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আশরাফুল হক, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাবের রেজা আহম্মেদসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১ জুলাই দুপুরে আশার আলো কোচিং সেন্টার থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় আরিফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়। বাদী মোসাঃ শরিফন খাতুন জানান, এতদিন ভয়ে মামলা করতে পারেননি।
মামলার আইনজীবী মোঃ নুরুল ইসলাম (সেন্টু) বলেন, "গুমের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।"
মতামত