চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৫ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, মোহবুল হকের ছেলে মোজাম্মেল হক (১৫ কেজি গাঁজাসহ) এবং তহরুলের ছেলে মইন আলী (১ কেজি গাঁজাসহ), উভয়ের বাড়ি বাবুপুর গ্রামে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসহ তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত