সারাদেশ

রক্তদানে আমাদের করিমগঞ্জের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

রক্তদানে আমাদের করিমগঞ্জের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৪, দুপুর ২:২১

মানবতার সেবায় রক্তদানকে উৎসাহিত করতে, "রক্তদানে আমাদের করিমগঞ্জ" আয়োজন করেছে তাদের ৮ম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। শনিবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের পূর্ব রঘুনন্দনপুর গ্রামে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন। এতে ১৫০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন "রক্তদানে আমাদের করিমগঞ্জ" এর প্রধান পরিচালক ফারিয়া হোসেন মিম। তিনি বলেন, "মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নতুন রক্তদাতাদের সন্ধান পাওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।" গ্রামের মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে তাদের রক্তের গ্রুপ জেনে নিচ্ছিলেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন এডমিন মহিবুল হাসান নোমান, মডারেটর সজীব আহমেদ, ছোটন মিয়া, আতিকুর রহমান হৃদয়, সনিয়া হোসাইন ঝুমা, নুরিয়া ইসলাম তায়্যিবা মনি, মাওলানা ফয়জুল করিম, সাইমন আহমেদ রোহান এবং নাফিয়া নূরা লাভনী আক্তার সহ আরও অনেকে।