শিক্ষার্থীদের মারধর থেকে বাঁচতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী আবদুল হাফিজ শনিবার রাতে থানায় আশ্রয় নিয়েছেন। রাত ৮টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে দৌঁড়ে ইবি থানায় যান তিনি।
হাফিজ পরিসংখ্যান বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, রিটেক পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিষেধ অমান্য করে কয়েকজনকে সাথে নিয়ে তিনি জোর করে হলে প্রবেশ করেন। সন্ধ্যায় শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে এবং ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের সহায়তায় তিনি হল থেকে বের হলেও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং পরে থানায় আশ্রয় নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাফিজ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। যদিও হাফিজ দাবি করেন, তিনি ওই হাফিজ নন এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন না। ডাইনিং এবং দোকানের বাকি টাকা পরিশোধ করার আশ্বাস দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. এয়াকুব আলী জানান, তাকে ৭ তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে বলা হয়েছে এবং তারপর তিনি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
মতামত