উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে এম.এ জাফর লিটন, সহ-সভাপতি রাসেল সরকার, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও জাকারিয়া নির্বাচিত হন।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পিএম পলাশ, এবং ক্রীড়া ও পরিবেশ সম্পাদক আমিরুল ইসলাম পদে জয়ী হয়েছেন।
অর্থ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট ৭ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিকালে নির্বাচন পরিচালনা কমিটি তাদের বিজয়ী ঘোষণা করে। এসময় নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম, এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
মতামত