নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজ কার্যালয়ে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভাটি নাটোর জেলা কেন্দ্রীয় মসজিদ মার্কেটের বিপরীতে এস এম প্লাজার চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলেক উদ্দিন শেখ। শুরুতেই সহ সভাপতি অমর ডি কস্তা এবং সাংগঠনিক সম্পাদক, লেখক গবেষক, সিনিয়র সাংবাদিক মোল্লা মোহাম্মদ এমরান আলী রানা গঠনমূলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ অপ-সাংবাদিকতা থেকে দূরে থাকার নির্দেশনা দেন এবং সুষ্ঠু ধারার সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতি এডভোকেট আলেক উদ্দিন শেখের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এডভোকেট বাকি বিল্লাহ রশীদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজী মাহমুদুল হাসান দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকি বিল্লাহ রশীদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান সভায় বলেন, প্রেসক্লাবের স্বচ্ছ ও গ্রহণযোগ্য গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল সদস্যকে আচরণবিধি অনুসরণ করে সংবাদ সংগ্রহের নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সমন্বয়ক মোঃ আব্দুস শহীদ, সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ তানিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মতামত