শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:৪৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর দিকনির্দেশনায় এবং ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১১ টায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া, জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জানিয়ে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের নির্দেশনা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে।