সিরাজগঞ্জের শাহজাদপুরে করোতোয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি শুশুক মাছ। আজ ভোর ৫টার দিকে মাছটি জেলেদের জালে আটকা পড়ে। পরে মাছটি শাহজাদপুরের নান্নু ব্যাপারির মাছের আড়তে নিয়ে আসা হয়। এই বিরল শুশুক মাছটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।
শুশুক মাছটির ওজন প্রায় ৪০ কেজি এবং লম্বায় প্রায় ৩ ফুট। ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হলে মুন্নু ব্যাপারি নামে এক ক্রেতা ৩ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।
সেখানে উপস্থিত জেলেরা জানান, একসময় বাংলাদেশের নদ-নদীতে প্রচুর শুশুক দেখা যেত, তবে বর্তমানে এ মাছটি বিরল হয়ে উঠেছে। যদিও মাঝে মাঝে জালে ধরা পড়ে, আগের মতো আর পাওয়া যায় না।
মতামত