সারাদেশ

নওগাঁয় পানিতে নেমে নিতে হচ্ছে চিকিৎসা সেবা

নওগাঁয় পানিতে নেমে নিতে হচ্ছে চিকিৎসা সেবা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:৩৯

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়ার উপস্বাস্থ্য কেন্দ্রটি একসময় এলাকার কয়েকটি গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে ভবনের অবকাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেয়ালে ফাটল ধরেছে, এবং ভবনটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ সংযোগ না থাকা ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে উপস্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের নালা বন্ধ থাকায় চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এবং হাঁটু পানি মাড়িয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটির সমস্যাগুলো সমাধানের জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষের কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। চিকিৎসা নিতে আসা রোগীরা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে বাধ্য হচ্ছেন। উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আসাদুল ইসলাম জানান, ভবনের ছাদ যে কোনও মুহূর্তে ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় গরমের মধ্যে কাজ করা কষ্টকর হয়ে পড়ছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ জন রোগীকে সেবা দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম জানান, ভবনটি পুনঃনির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন জানিয়েছেন, তিনি সরেজমিনে গিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।