ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু খায়ের তার মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়ে আকুতি জানিয়েছেন। খায়েরের মা মোছাঃ সুফিয়া খাতুন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষাধিক টাকা, যা তার হতদরিদ্র কৃষক বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
খায়ের জানান, তার মা ঢাকার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি চালিয়ে যেতে এই বিশাল অর্থের প্রয়োজন। ইতোমধ্যে পরিবার তাদের সম্পত্তি বর্গা রেখে কিছু অর্থ সংগ্রহ করেছে, কিন্তু তা যথেষ্ট নয়।
খায়েরের সহপাঠী সিয়াম আহমেদ বলেন, "মা কারো একার নয়। আর শুধু অর্থের অভাবে কেউ তার মাকে হারাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" সকলকে খায়েরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সাহায্য পাঠানোর মাধ্যম:
আবু খায়ের: ০১৭১৯৬৫৬৩৬৫ (বিকাশ/নগদ)
অগ্রণী ব্যাংক,
নাম: আবু খায়ের
এ/সি নং: ০২০০০১৮৪৯৮৫৭৭
শাখা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মতামত