সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী পূজামন্ডপে বিজিবি অধিনায়কের মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী পূজামন্ডপে বিজিবি অধিনায়কের মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:৩১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৫ অক্টোবর) বিকাল ২টা থেকে ৩টা পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার সীমান্তবর্তী পূজামন্ডপ সমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি জি স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, পেশাজীবী, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অধিনায়ক জানান, দুর্গাপূজা চলাকালীন সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, পূজার সময় আইন-শৃঙ্খলা ভঙ্গের কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং অপরাধীকে তার পরিচয় বিবেচনা না করেই শাস্তি দেওয়া হবে। উপস্থিত অংশীজনরা বিজিবির এ কার্যক্রমের প্রশংসা করেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।