কুড়িগ্রামে শুক্রবার থেকে অব্যাহত বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন, বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর লোকজন। বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, রাস্তা ও বাজারে চলাচল করতে হচ্ছে হাঁটু পানির মধ্য দিয়ে।
রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এই বৃষ্টি আরও কয়েকদিন, বিশেষ করে ৯ অক্টোবর পর্যন্ত, থেমে থেমে অব্যাহত থাকতে পারে।
শহরের প্রধান রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না, যার ফলে রিকশাচালক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই বিপাকে পড়েছে। কুড়িগ্রামের রিকশাচালক আপেল জানান, যাত্রী না থাকায় তাদের আয় বন্ধ হয়ে গেছে। এছাড়াও কুড়িগ্রামের নদনদীর পানিও বাড়ছে, যা পরবর্তী সময়ে বন্যার আশঙ্কা তৈরি করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান।
মতামত