সারাদেশ

শরণখোলায় শিক্ষক দিবস পালিত

শরণখোলায় শিক্ষক দিবস পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:২৬

‘শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলায় শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৫ অক্টোবর) রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাইলট হাই স্কুল মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মতিয়ার রহমান ও মাওলানা রফিকুল ইসলাম কবির। এছাড়াও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, এবং তাবালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ও জাতীয় শিক্ষা সপ্তাহে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষকদের দাবির মধ্যে বেতন বৈষম্য নিরসনসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।