সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:২১

‘শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রথমে র‍্যালি এবং পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান, প্রভাষক মোহাঃ জোনাব আলী, মুফাস্সির মোঃ মুহসিন আলী, মাওলানা মোঃ একরামুল হক, সহকারী শিক্ষক মোঃ তাজাম্মেেল হক জামিল, এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ নানা দাবি-দাওয়ার কথা তুলে ধরে সরকারের প্রতি এসব বিষয় সমাধানের আহ্বান জানান। সমাপনী বক্তব্যে তাছমিনা খাতুন শিক্ষকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।