শিক্ষাঙ্গন

পদের জন্য শিক্ষকদের লালায়িত না হওয়ার আহ্বান ইবি উপাচার্যের

পদের জন্য শিক্ষকদের লালায়িত না হওয়ার আহ্বান ইবি উপাচার্যের

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, রাত ৯:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষকদের পদের জন্য লালায়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পদ-পদবী স্বাভাবিকভাবেই আসে, তাই শিক্ষকদের উচিত লালায়িত না হয়ে ভালো শিক্ষক ও অধ্যাপক হওয়ার দিকে মনোযোগ দেওয়া। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন নিশ্চিত করতে শিক্ষকদের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। শনিবার দুপুরে ইবিতে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এ এস এম) স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। তিনি জানান, যারা গবেষণা এবং জার্নাল প্রকাশ করবেন তাদের জন্য ইনসেনটিভ বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। ক্লাস টাইমে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আড্ডা না দিয়ে ক্লাসে থাকার নির্দেশও দেন উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রেজওয়ানুল ইসলাম। সভাপতিত্ব করেন এ এস এম কান্ট্রি ডিরেক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম। এছাড়া সাস্টের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।