রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে এক শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এতে অর্ধ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ড. মোঃ তাজুল ইসলাম শিক্ষকদের বঞ্চনা এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের প্রতি আশা প্রকাশ করেন। ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক শিক্ষকদের প্রতি অবজ্ঞার ইতিহাস তুলে ধরে শিক্ষকদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন। শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং শিক্ষকদের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
মতামত