কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণের বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, এবং দুর্নীতির অভিযোগ তুলে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবিতে শনিবার (তারিখ) দুপুরে হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, এবং কর্মচারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহদী হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কুমার ভট্টাচার্য, ক্যাশিয়ার সফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আরতী রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বক্তারা সাদিকাতুল তাহিরিণের স্বেচ্ছাচারী এবং উগ্র আচরণের তীব্র সমালোচনা করেন এবং তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে রবিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।
মতামত