শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীরা প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তুলতে রঙতুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর আক্কেলপুরের ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। ঢাকের বাদ্য আর প্রতিমা তৈরির ব্যস্ততা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীর বার্তা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমার কাঠামো ও মাটির প্রলেপের কাজ শেষ হয়েছে এবং এখন চলছে রঙতুলির নান্দনিক কাজ।
আক্কেলপুর পৌর শহরের রেল কলোনী স্টেশন রোড সার্বজনীন দুর্গা মন্দিরের মৃৎশিল্পী তন্ময় মালাকার জানান, এ বছর তিনি ১৩টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন, যার পারিশ্রমিক আকার ভেদে ২৫ থেকে ৬৫ হাজার টাকা। মন্দির কমিটিগুলোর পক্ষ থেকে প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।
আক্কেলপুর কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র দাস জানান, বিজয়া দশমীতে মন্দির প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে নৌকায় করে মা দুর্গার বিসর্জন দেওয়া হয়। শত শত ভক্ত নৌকায় করে বিসর্জনের আনন্দ উপভোগ করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন, “পূজার সার্বিক নিরাপত্তার জন্য আনসার ভিডিপি, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আক্কেলপুর থানার ওসি মো. মইনুল ইসলাম জানান, মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
মতামত