সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৫৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পিছনে অবস্থিত জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মো. ইউসুফ রানার আমবাগানের ঘন জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাশকতা রোধে বিজিবি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করছে। বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।