সারাদেশ

উল্লাপাড়ায় ঘোনা কুচিয়া মারা ডিগ্রি কলেজের সভাপতি হলেন এম. আরজ আলী শান্ত

উল্লাপাড়ায় ঘোনা কুচিয়া মারা ডিগ্রি কলেজের সভাপতি হলেন এম. আরজ আলী শান্ত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৫৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোনা কুচিয়া মারা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক, এম. আরজ আলী শান্ত। ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে করার জন্য এই এডহক কমিটি ঘোষণা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি এম. আরজ আলী শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ, এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া মোঃ ফারুক হোসেন বিদোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। উল্লাপাড়ার কৃতি সন্তান এম. আরজ আলী শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে ঢাকা সুপ্রিম কোর্টে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও পেশাগত জীবনে মেধা ও প্রজ্ঞার মাধ্যমে তিনি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট বারের একজন সম্মানিত সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন।