সারাদেশ

ভূঞাপুরে সন্ত্রাসীদের কোপাঘাতে যুবক নিহত, আহত ৬

ভূঞাপুরে সন্ত্রাসীদের কোপাঘাতে যুবক নিহত, আহত ৬

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৫৫

টাঙ্গাইলের ভূঞাপুরে মুসলিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুসলিমের বাবা ও চাচাসহ আরও ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হালিম নামে এক ব্যক্তিকে আটক করেছে। নিহত মুসলিম উদ্দিন নিকরাইল গ্রামের বাসিন্দা জোহেরের ছেলে। প্রতিবেশীরা জানান, অনলাইন জুয়ার মূলহোতা নয়নের সঙ্গে রাকিব ও সুজনের এক ভাগ্নের অর্থ নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাতাব্বরদের উদ্যোগে মাটিকাটা ব্রিজপাড়ে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে মুসলিম উদ্দিন জুয়ার বিষয়টি ব্যাখ্যা করছিলেন। এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগ্নের তর্ক শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাকিব ও সুজন তাদের সঙ্গীদের ডেকে আনলে, তারা মুসলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলিমকে মৃত ঘোষণা করেন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। হালিম নামে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।