‘শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় গতকাল (বৃহস্পতিবার) র্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।
শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এবং শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ‘শিক্ষায় জাতির মেরুদণ্ড’ হিসেবে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যার উল্লেখ করে তারা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জাতীয়করণের জন্য সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।
এছাড়াও, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং ২৫% উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্যও দাবি জানানো হয়। আলোচনা শেষে সরকারের উপদেষ্টাসহ সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত