রাজশাহী, যা গ্রীন সিটি এবং ক্লীন সিটি নামে পরিচিত, সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়েছে। নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে রাজশাহী যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা এবং ভবিষ্যৎ খেলোয়াড়রা এই কার্যক্রমে অংশ নেন এবং বিএনপির নেতাকর্মীদের কাছে তাদের দাবির কথা তুলে ধরেন।
ক্ষুদে খেলোয়াড়রা দাবি করেন, টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে জাফর ইমামের নাম পুনরায় রাখতে হবে এবং তাদের জন্য টেনিস লীগ এবং টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে। বিএনপি নেতারা তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।
রফিকুল ইসলাম রবি বলেন, "আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য ডেঙ্গুর বিস্তার রোধ করা। আপনারা নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং পানি জমে থাকার মতো স্থানগুলো থেকে মুক্ত থাকুন। আমরা মশক নিধন এবং বৃক্ষরোপণের মাধ্যমে রাজশাহীকে আবারও গ্রীন সিটি এবং ক্লীন সিটি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।"
কর্মসূচি শেষে পদ্মার পাড়ে ব্যবসায়ীদের মাঝে ঝুড়ি বিতরণ করা হয় এবং সেখানকার গাছগুলো যত্ন নেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। পরে নেতাকর্মীরা শ্রীরামপুর শিব মন্দির পরিদর্শন করে দূর্গা পূজার নিরাপত্তা বিষয়ে আশ্বাস প্রদান করেন।
মতামত