শিক্ষাঙ্গন

‘বঙ্গদেশে আমিই সেরা’ রম্য বিতর্ক ডিআইইউতে

‘বঙ্গদেশে আমিই সেরা’ রম্য বিতর্ক ডিআইইউতে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৪, রাত ১১:০০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং কালচারাল ক্লাবের উদ্যোগে আঞ্চলিক রম্য বিতর্কের আয়োজন করা হয়েছে। বিতর্কের বিষয় ছিল, "বঙ্গদেশে আমিই সেরা," যেখানে প্রতিযোগীরা মজার ছলে নিজেদের অঞ্চলকে সেরা হিসেবে তুলে ধরেন। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এসএম সাজ্জাদ হোসেন শোভন, প্রক্টর এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রো-ভিসি ড. গনেশ চন্দ্র সাহা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। বিতর্কে প্রতিযোগীরা মজার অভিনয় এবং প্রশ্ন-তর্কের মাধ্যমে নিজ নিজ অঞ্চলকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন আরাফাত (বরিশাল), নাইমুর (পাবনা), শুভ (ময়মনসিংহ), হাবিবুল (জামালপুর), আবীর (চট্টগ্রাম), শরিফ (কুমিল্লা), রায়হানুজ্জামান (রংপুর) এবং তাসনীম (গাইবান্ধা)। বিতর্ক শেষে বিচারক এবং দর্শকদের রায়ে চ্যাম্পিয়ন হন আরাফাত (বরিশাল) এবং রানারআপ হন তাসনীম (গাইবান্ধা)। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।