সারাদেশ

বেলকুচিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, গ্রেফতারের দাবি

বেলকুচিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, গ্রেফতারের দাবি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৪, রাত ১০:৫১

ভারতের রামগীর মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানার বিরুদ্ধে রাসুল (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বেলকুচিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উলামা পরিষদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে স্থানীয় এবং আশেপাশের এলাকা থেকে কয়েকশ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, রাসুল (স) এর প্রতি কটুক্তি মুসলিমদের হৃদয়ে আঘাত। তারা ভারতের রামগীর মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। বক্তারা আরও বলেন, নবী করিম (স) এর সম্মান রক্ষার্থে যে কোনো ধরনের অবমাননা সহ্য করা হবে না। উলামা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ, মুফতি আব্দুল আলিম, মাওলানা সানোয়ার হোসেনসহ আরও অনেকে। পরে বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাহেলা আমান জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়।