টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে দিঘীরচালা বাজারে ৩-৪ শতাধিক মানুষ সখিপুর-কালিহাতী সড়কে এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ভুক্তভোগী প্রার্থী মোঃ সুলতান মিয়া জানান, তিনি ২০২৩ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সহ-সুপার নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন। তবে, দীর্ঘ সময় পার হলেও ফলাফল ঘোষণা না করে মাদ্রাসার সুপার মাওলানা আ. লতিফ মিয়া এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ স্থগিত করেন। প্রার্থীর অভিযোগ, পরে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর খোরশেদ আলমকে সহ-সুপার পদে নিয়োগ দেওয়া হয়, যদিও তিনি পরীক্ষায় প্রথম হননি।
এ প্রসঙ্গে সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জানান, তাদের জানানো হয়েছিল নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন যে শিক্ষক নিয়োগ দিয়ে বিলও করানো হয়েছে। অপর প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, পরীক্ষার রেজাল্ট না জানিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মনে করেন।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ দাবি করেন, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ জানিয়েছেন, এ বিষয়ে বেশ কিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে।
মতামত