ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতে পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কর্তৃক বিশ্ব নবী (সাঃ) এর অবমাননা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বেইলিব্রিজ যুব সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বেইলিব্রীজ বাজার এলাকার বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড হয়ে বের হয়ে একত্রিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে বেইলিব্রীজ বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেইলি ব্রিজ বাজার জামে মসজিদের সভাপতি নুরুল আমিন, পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এবং বেইলিব্রিজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি সিরাজুল ইসলাম সুমন প্রমুখ।
বক্তাগণ বলেন, রসুল (সাঃ) সারা বিশ্বের সর্বকালের সেরা মানব। তাকে মানা অথবা না মানার স্বাধীনতা আছে, তবে অবমাননা করার অধিকার কারো নেই। তারা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তি দাবি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান। বক্তাগণ বলেন, "আমরা বিশ্ব নেতাদের প্রতি এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি এবং কটুক্তিকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।"
বিক্ষোভের শেষে ভারত, ফিলিস্তিন ও সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন বাজার মসজিদ খতিব মুফতি রবিউল ইসলাম।
মতামত