সারাদেশ

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও ট্রেন অবরোধ

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও ট্রেন অবরোধ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৪, বিকাল ৫:২৫

পাবনার ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন সিদ্ধান্ত বাতিল, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস পুনরায় স্টপেজ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, ভৌগোলিকভাবে ও পশ্চিমাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ঈশ্বরদী। দীর্ঘদিন ধরে চিত্রা এক্সপ্রেস খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে যমুনা সেতু হয়ে চলাচল করছে। ঈশ্বরদী, পাবনা জেলা ও নাটোর জেলার বিভিন্ন এলাকার মানুষ চিত্রা ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচল করে। পদ্মা সেতুতে রেল চালুর পর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল -ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল শুরু করে। এরপর থেকে শুধু ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী নভেম্বর মাস থেকে এ চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঈশ্বরদী যমুনা সেতু হয়ে ঢাকাগামী একমাত্র ট্রেনটি রুট পরিবর্তন হলে এ অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে পুনরায় চালুর দাবিতে জানাচ্ছি। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম ফজলুর রহমান, ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্যসচিব মোস্তাক আহমেদ কিরন, প্রভাষক রাজিবুল আলম ইভান, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সাইফ হাসান সেলিম, সাংবাদিক সেলিম সরদার, মাদকবিরোধী সংগঠন ‘মানাব’র সভাপতি মাসুম পারভেজ কল্লোল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম মেহরাব, তানজিদুর জামান দীহান, মেহের হোসেন, মো. সাবিদ হোসেন, তামিম ইকবাল প্রমুখ। এসময় প্রায় ৩০ মিনিট চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশনে অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্টডেন্ট মহিউল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ বলেন, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। এবিষয়ে আমাদের রেল মন্ত্রনালয় থেকে এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি। পশ্চিমাঞ্চল রেলওয়ে (রাজশাহী) মহাব্যবস্থাপক আব্দুল আউয়াল ভূঁইয়া জানান, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী নভেম্বর থেকে খুলনা-যশোর থেকে ঢাকাগামী ট্রেন নতুন রেল লাইন দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারে। সে ক্ষেত্রে ওই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে শুনেছি।