চট্টগ্রামের বোয়ালখালীতে লিজা আকতার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকায় তার শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে। নিহত লিজা প্রবাসী মুন্নার স্ত্রী, এবং তারা দুই বছর আগে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
নিহতের বাবা মো. ইউনুছ জানিয়েছেন, সকাল ৯টার দিকে তিনি খবর পান যে তার মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ে শাশুড়ি তাকে ফোন করে বলেন, সকালে নাস্তা দেওয়ার সময় লিজা দরজা খুলছিল না, ফলে জানালা দিয়ে দেখতে গিয়ে তাকে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মো. ইউনুছ জানান, শ্বশুরবাড়ি গিয়ে তিনি দেখেন মেয়ের হাত বাঁধা অবস্থায় লাশ ঝুলছে, যা আত্মহত্যার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
স্থানীয় পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মতামত