বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে কিশোরগঞ্জের বত্রিশ মনিপুরঘাট এলাকায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্গাপূজার মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়।
স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মূর্তি বানানোর কাজ চলছিল এবং গত রাত চারটা পর্যন্ত নিরাপত্তার জন্য স্থানীয় গোপীনাথ সংঘের পাঁচ যুবক পাহারা দিচ্ছিলেন। ভোর পাঁচটার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। নিরাপত্তার স্বার্থে পূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
গোপীনাথ সংঘের সহসভাপতি সুমন চন্দ্র সরকার বলেন, “প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমরা মর্মাহত। আমাদের এলাকায় এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। পূজা করতে দূরে যেতে হয়, তাই এলাকাতেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় সবার আনন্দ মাটি হয়ে গেছে। প্রশাসনের কাছে বিচার দাবি করছি।”
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী বলেন, “ইসলাম সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। রাসুল (সা.) মদীনা মুনাওয়ারায় হিজরত করার পর সব ধর্মের অনুসারীদের নিয়ে একটি উম্মাহ ও জাতি গঠন করেছিলেন। মূর্তিপূজকরা তাদের ধর্ম অনুসারে চলতে পারে। মন্দিরে হামলা হলে তাদের মনে আঘাত লাগে, যা অন্যায়ের বহিঃপ্রকাশ।”
ঘটনার খবর পেয়ে সকালেই জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করেছে।
মতামত