সারাদেশ

ডোমারে শারীরিক শিক্ষা সমিতির কমিটি গঠন

ডোমারে শারীরিক শিক্ষা সমিতির কমিটি গঠন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, রাত ১০:২৯

নীলফামারির ডোমারে শারীরিক শিক্ষা সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে আজ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক হারুন অর রশিদ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার স্কাউট ভবনে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটির অনুমোদন দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম। নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, বিনয় রায়, ও আব্দুর রাজ্জাক ডাকুয়া। শারীরিক শিক্ষা সমিতির নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন-সভাপতি নির্বাচিত হয় পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জোড়াবাড়ী দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষার শিক্ষক বাবলু হক,কোষাধক্ষ্য তারাবোধ রায়, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র রায়, প্রকাশনা সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মোজাফফর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ শামীমা সুলতানা, দপ্তর সম্পাদক অনাথ চন্দ্র রায়। কমিটি গঠন শেষে ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডোমার উপজেলা শারীরিক শিক্ষা সমিতির সকল সদস্য। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীর ৩ জন সদস্য ও কার্যকরী কমিটির মোট ২৩ জন সদস্যকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে।