সারাদেশ

পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, রাত ১০:২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন হিমেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। মারামারির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল করিম। গ্রেফতারকৃত রুহুল আমীন হিমেল হোসেন্দী কুমারপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার, ৩ অক্টোবর বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়বিঞ্চুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার বিবরণে জানা যায়, বেপরোয়া গতিতে ট্রাক চালানো নিয়ে রুবেল ও মতিউরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রুবেল ট্রাক রেখে চলে যায়। পরে হিমেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মতিউরের কর্মশালায় ভাংচুর চালায়। এতে বাধা দিলে হিমেল মতিউরকে মারধর করেন। গ্রেফতারকৃত হিমেলকে পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।