জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ জেলার যমুনা পাড়ের কৃতি সন্তান, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এবং পার্টির মহাসচিব এড. মো: মুজিবুল হক চুন্নুর সুপারিশে তাকে এই পদে মনোনীত করা হয়।
নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টু বলেন, "পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক। ৬৮ হাজার গ্রাম বাংলার প্রবর্তক হুসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি বাংলাদেশের সকল জেলার উন্নয়নের রুপকার।"
তিনি জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব এড. মুজিবুল হক চুন্নুকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি সিরাজগঞ্জ জেলার ৩৩ লক্ষ মানুষের পক্ষ থেকে জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়কে ধন্যবাদ জানাই। সারা দেশের মতো সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির দলকে সুসংগঠিত করতে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সর্বোচ্চভাবে পালন করবো ইনশাআল্লাহ।"
মতামত