সারাদেশ

কেন্দুয়ায় টিসিবির চাল-ডাল, তেলসহ বিএনপি নেতা আটক

কেন্দুয়ায় টিসিবির চাল-ডাল, তেলসহ বিএনপি নেতা আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:০৩

নেত্রকোনার কেন্দুয়ায় টিসিবির ১শত ৮০ কেজি চাল, ৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তেলসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়াকে আটক করেছে সেনাবাহিনী। স্থানীয় পুলিশ ও সূত্র জানায়, বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে অভিযান চালিয়ে আবুল হাসেম ভুঁইয়ার বাড়ির নিজ ঘর থেকে টিসিবির পণ্য উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, বুধবার পাইকুড়া ইউনিয়নের মিঞা হোসেন মার্কেট এলাকায় ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রির জন্য মেসার্স আয়েশ ট্রেডার্সের প্রতিনিধিরা এসেছিলেন। এ সময় আবুল হাসেম ভুঁইয়া ওই পণ্য সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে সেনাবাহিনী আবুল হাসেম ভুঁইয়াকে আটক করে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "বাড়লা গ্রাম থেকে আবুল হাসেম ভুঁইয়াকে টিসিবির পণ্যসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।" কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, "পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতির আটক হওয়ার খবর শুনেছি। আমরা উপজেলার সব ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে একটি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আবুল হাসেম ভুঁইয়ার বিষয়ে আলোচনা করা হবে।"