সারাদেশ

সখিপুর-গোড়াই সড়কে ট্রাক চাপায় এটিএম বুথের সিকিউরিটি গার্ড নিহত

সখিপুর-গোড়াই সড়কে ট্রাক চাপায় এটিএম বুথের সিকিউরিটি গার্ড নিহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫০

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকের চাপায় মজনু মিয়া (৬৫) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। ২ অক্টোবর (বুধবার) পৌনে আটটার দিকে সখিপুর-গোড়াই সড়কের সখিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সখিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত তুফান আলীর ছেলে। তিনি সখিপুর ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সিকিউরিটির দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে আটটার দিকে মজনু মিয়া বাইসাইকেল নিয়ে সখিপুর আসছিলেন। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।