রাজিব খন্দকার ও সামিয়া মিতুর নতুন গান 'দিল দিল'—প্রকাশিত হচ্ছে আজ!

রাজিব খন্দকার ও সামিয়া মিতুর নতুন গান 'দিল দিল'—প্রকাশিত হচ্ছে আজ!

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৩০

রাজ-হৃদয় এর পরিচালনায় কণ্ঠশিল্পী এপি, তুষার ও নদির গাওয়া 'দিল দিল' শিরোনামের গানটির কোরিওগ্রাফি করেছেন এম.ডি শামীম। গানটির চিত্র ধারণ করেছেন নূর মোহাম্মদ। "এক মুঠো ভালোবাসা, দুষ্ট প্রেমের উস্কানি, ভালোবাসো যদি কাছে আসো না, জীবন তো একটায়, আমার মনের আঙ্গিনা, তুমায় ভালোবাসি কতো, জীবন মানেই যন্ত্রণা, আঠার মতো প্রেম, বাদশা দ্যা কিং, আইল্লা চুরা" ইত্যাদি শিরোনামের বেশ কিছু গান প্রকাশের মাধ্যমে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এসেছে বর্তমান সময়ের জনপ্রিয় খল ও রোমান্টিক অভিনেতা রাজিব খন্দকার। অল্প সময়ে তার গানগুলো ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এপি ও তুষারের মিউজিকে রাজিব খন্দকার ও সামিয়া মিতুর অভিনয়ে 'দিল দিল' গানটি AYAN MUSIC ইউটিউব চ্যানেলের ব্যানারে আজ সন্ধ্যা ৭:০০ টায় রিলিজ হতে যাচ্ছে। গানটির নির্মাণ লোকেশন ছিলো হোতাপাড়া, খতিব খামারবাড়ি, এবং অঙ্গসজ্জা করেছেন মোঃ মেহেদি। এ বিষয়ে খল ও রোমান্টিক অভিনেতা রাজিব খন্দকার বলেন, "আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ও সামিয়া মিতুর অভিনীত 'দিল দিল' গানটি আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছি। বাকিটা আপনাদের ভালোবাসা ও দোয়া। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ভালো কিছু গল্প আর গান নিয়ে।"