ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৮ বিভাগের সভাপতি, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। প্রতি বিভাগের শিক্ষার্থীরা পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, সেশনজট নিরসন, যোগ্য শিক্ষক নিয়োগের দাবি করেন। এছাড়া সেমিনার লাইব্রেরিতে পর্যাপ্ত বই, কম্পিউটার ল্যাবের অভাব ও সরঞ্জামের অপ্রতুলতাও উল্লেখ করেন তারা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একমত প্রকাশ করে সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মানসম্মত সিলেবাস ও শিক্ষক নিয়োগের মাধ্যমে ইবির শিক্ষার মানোন্নয়ন করা হবে।
এই মতবিনিময় সভার আয়োজনের উদ্দেশ্য ছিল ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো সম্পর্কে জানার উদ্যোগ নেওয়া।
মতামত