ফরিদপুরের সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের সাথে সালথার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "শান্তির আহ্বান" এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সালথা থানায় ওসি আতাউর রহমানের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ওসি’র সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা-নাগরকান্দা থানার সার্কেল শাকিল আহমেদ, শান্তির আহ্বানের সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আইনুজ্জামান আকাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হুসাইন, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, লায়েক মোল্যা, সালাউদ্দিন পিনু, হেলাল শেখ, ও মাসুম বিল্লাহ প্রমুখ।
ওসি আতাউর রহমান বলেন, "সালথায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তির আহ্বান সংগঠন পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। প্রতিটি থানায় এমন স্বেচ্ছাসেবী সংগঠন থাকলে আলোকিত সমাজ গড়তে সহজ হবে। শিক্ষার্থীরা যাতে কোনো দাঙ্গা বা হাঙ্গামায় জড়িত না হয়, সে জন্য মাধ্যমিক স্কুলগুলোতে 'শান্তির আহ্বান' এর সেমিনারগুলো অব্যাহত রাখার পরামর্শ দেন।"
মতামত