সারাদেশ

রায়পুরাতে পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

রায়পুরাতে পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১৮

নরসিংদীর রায়পুরা পৌরসভার উদ্যোগে পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার পূজা মণ্ডপের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রায়পুরা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। সভায় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দন কান্তি সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি শংকর মেম্বার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল, উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলামী’র আইন বিষয়ক সম্পাদক সাহেদুল আলম সহ বিএনপি, জামায়েত ইসলামি, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভায় রায়পুরার শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক মো. ইকবাল হাসান।