সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র্যাব ১২।
আটককৃতরা হলেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক (৪৬), ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৪৬), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৩), তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন, এবং নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. বাবু হোসেন (৪২)।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার প্রেক্ষিতে র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় অভিযুক্তদের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন বলেন, আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতামত